ফিফা বর্ষসেরার লড়াইয়ে ১১ ফুটবলার | news bcc bangla

 দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার স্টার লিওনেল মেসি আছেন ফিফা বর্ষসেরার লড়াইয়ে। মেসির পাশেই রয়েছেন আরেক প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো। মেসি-রোনালদোর লড়াইয়ে পিছিয়ে নেই নেইমারও।

ফিফা বর্ষসেরার লড়াইয়ে ১১ ফুটবলার,news bcc bangla,ফিফা বর্ষসেরার লড়াইয়ে মেসি-রোনালদো-নেইমার,ফিফার বর্ষসেরার লড়াইয়ে ১১ জন,বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে মেসি-রোনালদো-নেইমার


তালিকায় আরও রয়েছেন জর্জিনিয়ো, গোলমেশিন রবের্ত ও লেভানদোভস্কি, কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমার মতো তারকারা। 


তবে সংশ্লিষ্টরা বলছেন, এই তালিকার মেসিই সবচেয়ে এগিয়ে আছেন। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে চার গোল করে ও পাঁচটি করিয়ে নেতৃত্ব দেন সামনে থেকে। এর আগেও রেকর্ড ছয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। 


আর ব্যক্তিগত অর্জনে সবচেয়ে দুর্দান্ত বছর কাটিয়েছেন পর্তুগিজ স্টার রোনালদো। ইউভেন্তুসের হয়ে ২০২০-২১ সেরি আয় সর্বোচ্চ ২৯ গোল করেন তিনি। গড়েন প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আয় আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড। এই সময়ে দলটির হয়ে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপও জেতেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে আগের রেকর্ড গোলদাতা আলি দাইকে স্পর্শ করেন রোনালদো। 


নেইমারও আছেন এই লড়াইয়ে। কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হলেও আসর জুড়ে নেইমারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সেরার খেলোয়াড়ের পুরুস্কার জেতেন তিনি


এছাড়া মিশরের ও মোহামেদ সালাহ, পোল্যান্ডের রবের্ত লেভানদোভস্কি বা নরওয়ের আর্লিং হলান্ডদের মতো ও খেলোয়াড়রাও আছেন বর্ষসেরার লড়াইয়ে। 

২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল এই তালিকা তৈরি করেছে।


আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। জানুয়ারির শুরুতে এর মধ্য থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।


ফিফা বর্ষসেরা ১১ ফুটবলারের তালিকা:


লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা/পিএসজি)


ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল/ইউভেন্তুস/ম্যানচেস্টার ইউনাইটেড)


নেইমার (ব্রাজিল/পিএসজি)


মোহামেদ সালাহ (মিশর/লিভারপুল)


করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)


কেভিন ডে ব্রুইনে (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)


আর্লিং হলান্ড (নরওয়ে/বরুশিয়া ডর্টমুন্ড)


জর্জিনিয়ো (ইতালি/চেলসি)


এনগোলো কঁতে (ফ্রান্স/চেলসি)


রবের্ত লেভানদোভস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ)


কিলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি)

Post a Comment

Previous Post Next Post